মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ই জানুয়ারির অনুষ্ঠিত হবে সাভার ও আশুলিয়া আবারো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ উপলক্ষে ঢাকা জেলা উত্তর ও সাভার থানা তাঁতীলীগের নেতাদের আলোচনা।সাভার ও আশুলিয়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবেচিন্তে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। আজ রাতে সাভার এনাম মেডিকেলে ও হাসপাতালে নির্বাচন কার্যালয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা জেলার উত্তর তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোবারক হোসেন খোকন। ঢাকা জেলার উত্তর তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোবারক হোসেন খোকন বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি দল। এই দলের অনেক নেতা নৌকা প্রতীকের চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রী যেই ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তিনিই আমাদের প্রার্থী। সকলে মিলে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।’ তিনি আরো বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের লক্ষ্য নৌকার বিজয় নিশ্চিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার এনামুর রহমানকে যোগ্য নেতা হিসেবে মনোনয়ন দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমাদের মাঝে প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু এসব ভুলে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ হয়ে আমরা কাজ করব। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। আলোচনা বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহাজাদা বলেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।’ তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই সাভার ও আশুলিয়া নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ আলোচনায় সাভার থানা তাঁতী লীগের সভাপতি মোঃআবু সাঈদ সভাপতিত্বে ও সাভার থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শংকর সূত্রধর জনি সঞ্চলনায়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের সহ-সভাপতি রঞ্জু , সাভার থানার তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সজীব, সাভার থানার তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল বাবু,সাভার থানার তাঁতীলীগের সহ সভাপতি সান সরকার, সাভার থানার তাঁতীলীগের সহ সভাপতি মুন চন্দ্র দাস সহ নেতাকর্মীরা প্রমুখ।