হরিণ শিকারের দায়ে যুবক কারাগারে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে সংরক্ষিত বনে হরিণ শিকারের দায়ে এক যুবককে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। ওই যুবকের নাম- আব্দুল মজিদ। তিনি উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।চরফ্যাশন বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালে উপজেলার চরমানিকায় সৃজিত ম্যানগ্রোভ (কেওড়া) সংরক্ষিত বনে জাল দিয়ে হরিণ শিকার করে আসামি আবদুল মজিদ। তাকে আটকের পর তার স্বীকারোক্তিতে আরও দুজনসহ তিনজনকে আসামি করে বনবিভাগ মামলা করে। তিন আসামি আদালত থেকে জামিনে এসে দীর্ঘদিন হাজিরা না দিয়ে পালিয়ে ছিল। আজ দুপুরে আসামি মজিদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন না দিয়ে তাকে এক মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠিয়েছে। অন্য দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শেয়ার করুন