মোঃফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
। সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (শনিবার) সকাল ৯ টায় মহান বিজয় দিবস উপলক্ষে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি অভিবাধনে মঞ্চে উপস্থিত হয়ে মাঠ পরিদর্শন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সশস্ত্র সালামের সাথে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিএনসিসির অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এসময় অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যে নির্বাহী কর্মকর্তার নওরীন হক, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং প্রধান অতিথি তার বক্তব্যে, সর্বকালে সর্ব শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আত্মত্যাগ ও নিষ্ঠার কথা তুলে ধরার পাশপাশি যুদ্ধে শহীদ হওয়া ৩০ লাখ মানুষের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস তাৎপর্য ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নওরীন হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদনি আখন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন ভারপ্রাপ্ত থানার অফিসার ইনচার্জ মো: শাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিকা ফারুক মিলা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহামেদ শুভ্রসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য বর্গ। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, চারটি থানার ওসি, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিক বৃন্দ।