এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহর থেকে ১২০০পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন নেতৃত্বে ও বিভাগী একটি রেইর্ডি টিম শ্রীমঙ্গল শহরের চৌমুহনী সংলগ্ন স্টেশন রোড থেকে মো. রিপন মিয়া নামের (২৮) নামের এক যুবককে আটক করে। এসময় আটককৃত রিপন মিয়ার হেফজত থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রিপন মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মো. ছুরত আলীর ছেলে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ এক যুবক আটক
শেয়ার করুন