মৌলভীবাজারে অনুষ্টিত হয়ে গেল ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ষাঁড়ের লড়াই প্রতিযোগিতাটি স্থানীয় হাজার হাজার দর্শক উপভোগ করেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ব্যতিক্রমী আয়োজন করেন মৌলভীবাজার পৌরসভার পৌরসভার কাউন্সিলর মো. মাসুদ। কাউন্সিলর মাসুদ প্রতি বছরই বিলুপ্তির পথে এ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে আসছেন। ষাঁড়ের লড়াই দেখতে স্থানীয়সহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় করেন মৌলভীবাজার শহরের শেখেরগাঁও মাঠে।

দুপুর থেকেই মাঠে প্রতিযোগিতায় অংশ নিতে আসা ষাঁড় ও লড়াই দেখতে লোকজন জড়ো হতে থাকেন। বিকেলে শুরু হয় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।
আয়োজক জানান, ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াইয়ে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ষাঁড় নিয়ে আসেন সৌখিন গরু পালনকারীরা।।

শেয়ার করুন