নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সদস্য সাজন আহমেদ রানার পিতা শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট আড়ৎদার মো. আতর আলী (৬৭) আর নেই। রোববার (১৭ ডিসেম্বর) ভোরে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী,চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক সাজন আহমদ রানার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব। এছাড়াও ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাংস্কৃতি কর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বাদ-যোহর রাজাপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্টিত হয়। জানাজায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউছুব আলী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, হাজী মো. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোছাব্বির আল-মাসুদসহ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মরহুমের আত্বীয়-স্বজনসহ অন্যান্য মুসল্লীরা অংশ নেন। শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক সাজন আহমেদ রানার পিতা বিশিষ্ট ব্যবসায়ী আতর আলী আর নেই
শেয়ার করুন