শ্রীমঙ্গলে ভারতীয় চিনিসহ আটক ১


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ বস্তা ভারতীয় চিনিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোডর ইকরা মাদ্রাসার সামনে থেকে ভারতীয় ১০ বস্তা চিনি উদ্ধারসহ মো. কাদির ৩৫ নামের এক বক্তিকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত কাদির শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনিসহ আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন