মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে নৌকা সমর্থকের হামলা ও ভাংচুরের অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। এ ঘটনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর রাত ১০ টার দিকে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফুর রহমানের নির্বাচনী কার্যালয়ে অতর্কিত এ হামলা চালায় নৌকা সমর্থকরা। এসময় কার্যালয়ের ভেতরে থাকা ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত হন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। অন্যান্য আহতরা হলেন খালেদ চৌধুরী, সাহাজান মিয়া, মোঃ হানিফ, কায়েছ চৌধুরী। ঘটনার পর মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির কার্যলয়ে হামলা, আহত ৫
শেয়ার করুন