ব্লাডম্যান শ্রীমঙ্গল ২০২৩-২৫ সেশনের পরিচিতি সভা


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের ব্লাডম্যান শ্রীমঙ্গল ২০২৩-২৫ সেশনের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টায় শ্রীমঙ্গল রাধানগর এলাকার চাঁদের বাড়ি ইকো রিসোর্টে ব্লাডম্যান শ্রীমঙ্গল কেন্দ্রীয় কমিটির ২০২৩-২৫ সেশনের পরিচিতি সভা অনুষ্টিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

সংগঠনের সভাপতি মুহিবুর রহমান জুয়েল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, ব্লাডম্যান শ্রীমঙ্গল এর উপদেষ্টা ইমদাদুল হক ইপু।

এছাড়াও ব্লাডম্যান শ্রীমঙ্গল ২০২৩-২৫ সেশনের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক ইনাম উল্লাহ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন