এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত গরু উদ্ধার হয়েছে। এসময় গরু চুরির সাথে জড়িত দু”জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদারসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গরু চুরির অভিযোগে কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের দুরুদ মিয়ার ছেলে জীবন আহমেদ (৩৪) পটিলা শান্তগাঁও এর আব্দুল হাসিম এর ছেলে মো. শামীম উদ্দিন (৩৭) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে একটি ষাঁড় গরু উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, গত ২৩ ডিসেম্বর রাতে কুলাউড়ার ১৩ নং কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের সফিক মিয়া নামের এক ব্যক্তির গোয়াল ঘর একটি ষাঁড় বাছুর চুরি হয়। এ ঘটনায় সফিক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ গরু উদ্ধারসহ দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।