শ্রীমঙ্গল রেল পথের নিরাপত্তায় আনসার ও ভিডিপি


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ রেল পথের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আনসার ভিডিপি সদস্যরা।
রোববার (২৪ ডিসেম্বর) সিলেট রেঞ্জের ডিডিজি নিরাপত্তায় নিয়োজিতদের ডিউটি পরিদর্শন করেন। এসময় তিনি রেলপথের লাউয়াছড়া বনের ভিতর রাত্রিকালীন দায়িত্ব পালনকারীদের অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এসময় মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্ট, সহকারি জেলা কমান্ডেন্ট, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা, ২৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ও শ্রীমঙ্গল পৌরসভার ৬ নং ওয়ার্ডের দলনেতা উপস্থিত ছিলেন।
পরে ডিডিজি আব্দুল আওয়াল শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ও শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসির সাথেও মতবিনিময় করেন।

শেয়ার করুন