চরফ্যাশনে পৌঁছে গেছে প্রাথমিকের ৩ লাখ ৭১ হাজার নতুন বই

মোঃফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলায় নতুন বছরে বই বিতরনের জন্য প্রাথমিকের তিন লাখ ৭১ হাজার ৮শত ৫০টি নতুন বই পৌঁছেছে। নতুন বইয়ে নতুন বছরে উৎসবে মাতবে চরফ্যাশনের কোমলমতি শিক্ষার্থীরা। প্রাথিমক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ২১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০০টি বেশি এনজিও স্কুল এবং ২ শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে এই বই। চরফ্যাশন উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের শিক্ষাখাতে বড় সাফল্য। বছরের শুরুতে নতুন বই পেয়ে স্কুলমুখী হচ্ছে শিশুরা। তিনি বলেন, আমাদের উপজেলায় চাহিদা অনুযায়ী বই চলে এসেছে। যথা সময়ে কোমলমতি শিক্ষার্থীরা হাতে বই তুলে দেওয়ার নিদের্শনা রয়েছে। তিনি বলেন, চরফ্যাশনের শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সর্বদা সচেষ্ট রয়েছে।

শেয়ার করুন