মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন হতে টানা ৪র্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন। তিনি এবার ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হন। শাহাব উদ্দিন ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা ৪ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর পূর্বে তিনি ১৯৯৬ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৯৮ ভোট। এছাড়াও, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মোহাম্মদ ময়নুল ইসলাম পেয়েছেন ২৫২৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১৫৩৭ ভোট। মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১২ টি। সব-কটি কেন্দ্রের ফলাফলে মোট বৈধ ভোটের সংখ্যা: ১৪৩৪৬৮। গড় ভোট পড়েছে ৪৬.২২ শতাংশ।
মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী আসনে চতুর্থ বারের মতো সংসদ নির্বাচিত মন্ত্রী শাহাব উদ্দিন
শেয়ার করুন