এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি একটিভিষ্ট ও ভয়েজ অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হেনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে ভয়েজ অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (১২ জানুয়ারি) বিকালে ভয়েজ অব মৌলভীবাজার এর সিনিয়র সদস্য খালেক চৌধুরীর শাহ বন্দরস্থ বাসভবনে ভয়েজ অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা অনুষ্টানের আলোচনা সভা শেষে স্থানীয় নেতৃবৃন্দরা তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব পান্না, অর্থ সম্পাদক অজয় সেন, সাংগঠনিক সম্পাদক মনসুর আলম চৌধুরী (টিপু),দপ্তর সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, প্রবাসী শেখ ফারুক আহমদ এবং যুক্তরাজ্য প্রবাসীসহ অনেকে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতা হেনা বেগমের কাছে দেশে এবং বিদেশে ঝিমিয়ে পড়া সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিভিন্ন আলোচনা, পরামর্শ ও বক্তব্য তুলে ধরেন। ভয়েজ অব মৌলভীবাজার এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয় সম্পাদক হেনা বেগম সংক্ষিপ্ত বক্তব্য বলেন, তারাও প্রিয় মাতৃভূমি বিভিন্ন অর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে চান, এবং স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা ও পরামর্শ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করবেন।