মোঃফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
সারাদেশের তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এর ধারাবাহিকতায় দক্ষিনের জেলা ভোলার চরফ্যাশনেও বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর শীতের দাপটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিনের উপজেলা চরফ্যাশনের জনপথ । তীব্র শীতে বির্পযস্ত জনজীবন। আবহাওয়ার তথ্য মতে,চলতি মাসে ভোলা জেলায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে তাপমাত্রা। এতে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা আরো কমার সম্ভাবনাও রয়েছে। চরফ্যাশনে বইছে মৃদ্যু শৈতপ্রবাহ। সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাশনেও গতদুই দিন ধরে চলা শৈত প্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কারণে বিপাকে সাধারণ মানুষ। জীবিকার তাগিদে কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে কর্মস্থলে ছুঁটতে হচ্ছে কর্মজীবিদের। শীতের তীব্রতা বাড়ার সাথে চারদিকে থাকে ঘন কুয়াশায় আচ্ছন্ন সূর্যের দেখা নেই দিনের বেশি ভাগ সময়। বাড়তি সর্তকতা নিয়ে দিনেও যানবাহন চলছে গাড়ীর হেটলাইটের আলোতে। এদিকে চরফ্যাশনে মৃদ্যু শৈতপ্রবাহের হাড় কাপানো ঠান্ডায় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, এতে রোগীদের শীতে সুস্থ্যতার জন্য বাড়তি যত্ন নেওয়ার পরামর্শের পাশপাশি স্বাস্থ্যসেবা দিচ্ছেন চিকিৎসকসহ নার্সরা।