সাভারের ১০ লাখ টাকার হেরোইনসহ কারবারি গ্রেফতার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৩ গ্রাম হেরোইন জব্দ করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এসময় মো. মফিজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। ১২ জানুয়ারি, শুক্রবার বেলা ১২টার দিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। আটক মো. মফিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়ের সময় একজনকে আটক করে। পরে তার হেফাজত থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল ১০ লাখ টাকা। র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গ্রেফতার মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন