ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৪ জুয়ারুকে গ্রেফতার করা হয়। বুধবার সদর থানার এসআই (নিঃ) মোঃ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গতকাল সদর থানার এসআই (নিঃ) মোঃ আরিফ মাহমুদ আপেলের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ছোটখোচাবাড়ী হাটপাড়া গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে মোঃ নাজমুল (৪৫), কহরপাড়া গ্রামের মৃত জনাবুলের ছেলে মোঃ আজিম (৩২), ছোট খোচাবাড়ী এমহাট এলাকার মোঃ মাহজাহানের ছেলে মোঃ বিপ্লব (৩৫) ও ফেরসাডাঙ্গী গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মোঃ সোলেমান আলী (৩৫)।

মামলার অন্যান্য আসামীরা হলেন কহরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ আবুলী (৪০), একই এলাকার মোঃ আব্দুস সামাদ (৩৬), মোঃ মাস্তান (৪০),মোঃ সামাদ (৩৬), ময়নুল (৪০), মোঃ আলী (৩২) ও মোঃ কনা (৩০) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন।

শেয়ার করুন