শীতে কাবু চায়ের দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো তীব্র শীতে চায়ের দেশ মৌলভীবাজারের জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। দুপুরের দিকে রোদ উঠলেও বিকেল থেকে হিমেল বাতাশে বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। শীত উপেক্ষা করেই চা শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ কাজে যোগ দিচ্ছেন।
শনিবার (২০ জানুয়ারি) দেশের সর্বন্মিন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়। প্রচন্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছে চা শ্রমিক, ছিন্নমূল ও দিনমজু মানুষ। অনেকেই খড়খুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্ত বিবলু চন্দ্র জানান, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’একদিন তাপমাত্রা আরও নামতে পারে।

শেয়ার করুন