গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ আলির (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ টায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর শিশাটোলা দাঁড়িপাতা ঈদগাহ ময়দানে তাঁর নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে শিশাটোলা গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার তাইজুল ইসলাম (সোনার্দী),সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, শনিবার রাত্রি ৪টার সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। “ইন্না ইলাইহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন”। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন