নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতিার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আমেরিকা প্রবাসী মো. আলম উদ্দিন দম্পত্তি।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে শ্রীূএঙ্গল শহরতলীর শাহাজি বাজার নিজ বাড়ি আলম মঞ্জিলে প্রায় ৩ শতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র (কস্বল) বিতরণ করেন মো. আলম উদ্দিন ও তার স্ত্রী বিলকিস আক্তার।
এসময় সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মন্নান, শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন ও বিশিষ্ট সমাজ সেবক সবুজ মিয়া উপস্থিত ছিলেন।
প্রবাসী আলাম উদ্দিন বলেন, আমরা প্রতিবছর দেশে এসে এবং আমেরিকা থেকেও আমাদের এলাকার মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করি। তিনি বলেন, আমরা মনে করি এটা আমাদের ঈমানী দায়িত্ব। সব সময় যেন মানুষের পাশে থাকতে পারি, সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।