আব্দুস সামাদ পাটগ্রাম উপজেলা প্রতিনিধি
ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম এর লক্ষ্যে লালমনিরহাটে আজ বুধবার (৩১জানুয়ারি) এক গনতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও গনতন্ত্র অলিম্পিয়াড এর আহবায়ক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে অনুষ্টিত এ গনতন্র অলিম্পিয়াডে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ইউসুফ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম, অধ্যক্ষ ডক্টর এস এম মনওয়ারুল ইসলাম, অ্যাড. চিত্তরঞ্জন রায়, অধ্যক্ষ সুদান চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার দীলিপ কুমার সরকার ও আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে। লালমনিরহাট সরকারি কলেজের শেখ কামাল হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত গনতন্ত্র অলিম্পিয়াডে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের সাধারন জ্ঞানের এক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চায় উদ্ভূদ্ধ করার লক্ষ্যে শপত বাক্য পাঠ করা হয়। পরীক্ষায় সেরা ১০ জন নির্বাচিত ও ৩ জন শ্রেষ্ঠ হিসেবে সন্মাননা স্মারক অর্জন করে। এছাড়াও সকল পরিক্ষার্থীকে সনদ পত্র প্রদান করা হয়।
আব্দুস