মৌলভীবাজারে শুরু হয়েছে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে ৪৮জন খেলোয়াড়ের অংশ গ্রহণে শুরু হয়েছে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নমেন্ট ২০২৪।
বুধবার (৩১ জানুয়ারি) মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে জেলা পুলিশের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
টুর্নমেন্টে পুলিশ পরিদর্শক থেকে পুলিশ সুপার এবং কনস্টেবল থেকে এসআই- এই দুটি গ্রুপে মৌলভীবাজার জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের মোট ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের প্রথম দিনে প্রথম পর্বের খেলা শেষে বুধবার থেকে এই টুর্নামেন্টের নক আউট পর্ব অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন