নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর নেতৃত্বে এসআই সুজন তালুকদার, এএসআই নৃপ্রেশ চন্দ্র দেবসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (গোয়াবাড়ী) গ্রামের দুলাল বাড়াইকের বাড়ি থেকে দুলাল বাড়াইক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুলাল বাড়াইক বরমচাল চা বাগানের বুধনা বাড়াইকের ছেলে। পুলিশ দুলাল বাড়াইকের ঘর তল্লাশী করে ২৪০লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পরম মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।