মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রæয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিদ্যালরে প্রধান শিক্ষক রাশেদা বেগম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাধুরী মজুমদারের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া ও শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্টানটির অন্যান্য শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

 

শেয়ার করুন