শ্রীমঙ্গলে নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট বিতরণ করেন ওসি বিনয় ভূষণ রায়

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতে জেগে থাকা নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট প্রদান করা হয়, শহরে রাতে নিরাপত্তারক্ষীদের মাঝে শীত সামগ্রি ও সুরক্ষা বেল্ট প্রদান করে শ্রীমঙ্গল থানা ।

বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) ২০২৪ খ্রিঃ রাত ১২:৩০ মিনিটের সময়, শ্রীমঙ্গল থানায়, শ্রীমঙ্গল থানা’র অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপস্থিত থেকে নিরাপত্তা পহরিদের মাঝে শীতের কম্বল ও সুরক্ষা বেল্ট প্রদান করেন।

গভীর রাতে শহরের মৌলভীবাজার রোড ও কলেজ রোডের নিরাপত্তার কাজে নিয়োজিত রাত পহরি ব্যক্তিদের মাঝে এসমস্ত শীতের কম্বল ও সুরক্ষা বেল্ট বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন,নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরা যদি শীতে কষ্ট করেন,তাহলে তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত ব্যক্তিরাও একদিক দিয়ে আমাদের সহকর্মী। সেই দায়িত্ববোধ থেকে শীতবস্ত্র ও সুরক্ষা বেল্ট বিতরণ করেছি। বাংলাদেশ পুলিশ হচ্ছে জনগণের বন্ধু,শ্রীমঙ্গল থানা সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম সহ শ্রীমঙ্গল থানার কর্তব্যরত অফিসার বৃন্দ।

শেয়ার করুন