শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

আমিনুর রশিদ চৌধুরী রুমন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ২০২৪ খ্রিঃ সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় ২৫ পথশিশুর হাতে বিরিয়ানি খাবার তুলে দেওয়া হয়। খাবার পেয়ে পথশিশুরা আনন্দ উৎসবে মেতে ওঠে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ. ম. কামাল হোসেইন।
পথ শিশুরা সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করে। সব সময় খাবার তাদের কপালে জুঠে না। আজ এক বেলার (বিরিয়ানি) খাবার পেয়ে খুবই খুশি হয়েছে। খাবার পেয়ে তারা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায় পথশিশুরা।
কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মো.সাইফুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সরাসরি নির্দেশে এই মহতি উদ্যোগ গ্রহণ করে, তা বাস্তবায়ন করে যাচ্ছে শুভ সংঘের নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ. ম. কামাল হোসেইন বলেন, বসুন্ধরা শুভসংঘের এই মহতি উদ্দ্যোগের কারণে সুবিধা বঞ্চিত পথ শিশুদের হাতে খাবার প্রদান করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শেয়ার করুন