অতিরিক্ত আইজিপি’র মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন


মৌলভীবাজার প্রতিনিধি
অতিরিক্ত আইজিপি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস্ এন্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মো. মাজহারুল ইসলাম মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শনে আসলে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় অতিরিক্ত অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম পুলিশ লাইন্সের ড্রিল শেডে মৌলভীবাজার জেলায় কর্মরত অফিসার-ফোর্সের সাথে এক মতবিনিময় করেন।
পুলিশ সুপার জনাব মো. মনজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন এবং অতিরিক্ত আইজিপির নিকট নানান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে অতিরিক্ত আইজিপি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, ক্লথিং স্টোর, ডি স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মেডিসিন স্টোর, এমটি শাখা, মেস, ব্যারাকসহ পুলিশ লাইন্স এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
তিনি বিভিন্ন শাখার সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম প্রমুখ।

শেয়ার করুন