মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা ও ১৭৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় এসআই সুব্রত চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগান থেকে মাদক কারবারি সুনীল তাঁতী (৪২) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুনীল তাঁতী উপজেলার উদনাছড়া চা বাগানের মনু তাঁতীর ছেলে। এসময় তল্লাশী চালিয়ে সুনীল তাঁতীর হেফাজত থেকে দেড় কেজি গাঁজা ও ১৭৩পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সুনীল তাঁতীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন