শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, এনজিআর-৩০০/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি তোতা মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (৬০), মো. শফিক মিয়া (৩০), মো. মাফিক মিয়া (২৪), মো. তৌফিক মিয়া (২৭), মো. ফজলু মিয়া (২৯), এরা সবাই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
এছাড়াও সরকারের গাওঁ গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে সিআর-২৫২/২৩ (শ্রীঃ) এর পরায়ানাভুক্ত আব্দুল কাদির, উপজেলার পূর্ব মাহদিহী গ্রামের আব্দুল করিমের ছেলে জিআর-১৯৫/২০ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি জাকির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন