চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি :
মাদ্রাসা শিক্ষকদের প্রানের সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার বর্ধিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে চরফ্যাসন উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়। চরফ্যাসন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর পরিচালনায় ও জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথি ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ, জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি মাওলানা আহমেদ উল্ল্যাহ আনসারী,লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ, জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন ও রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার, জেলা প্রচার সম্পাদক মাওলানা মোঃ হোসেন প্রমুখ। বর্ধিত সভায় চরফ্যাসন উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগন, প্রতিষ্টান প্রধানগণ উপস্থিত ছিলেন। চরফ্যাসন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতির শুন্য পদে সদস্যদের ভোটে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির সরমানকে সভাপতি করা হয়। পাশাপাশি সাবেক সভাপতি মরহুম মাওলানা মাইনুদ্দিনসহ মৃত্যুবরণকারী সকল সদস্য এবং শিক্ষকদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।