মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভবাজারের শ্রীমঙ্গলে হাওর পাড়ের বিদ্যাপিঠ মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ৬ মাসের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে সোশ্যাল এইডের আর্থিক সহায়াতায় এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোসাল এইড এর প্রজেক্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার ও সহকারী শিক্ষক মুজিবুল হক সহ আনান্য শিক্ষকরা।
এর আগে মাজদিহি পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাজদিহি চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মনারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ সামগ্রী তুলে দেন অতিথিরা। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল একটি ওয়াটার প্রæফ ব্যাগ, ৬টা খাতা, ১২ টা কলম, ৬টি পেন্সিল, ১টি পেন্সিল বক্স, একটি স্কেল, দুটি রাবার, টি কাটার ও ১টি পরীক্ষার ক্লিপ বোড।
শ্রীমঙ্গলে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শেয়ার করুন