প্রসূতি মাকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়

 শ্রীমঙ্গল প্রতিনিধি:

মানুষ মানুষের জন্য। একজন প্রসূতি মায়ের জরুরি ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন ছিলো। একজন রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দান করে কথাগুলোর বাস্তব দৃষ্টান্ত দেখালেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্টেশন রোডস্থ হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতি মা রক্তশূন্যতায় ভুগছেন। সংবাদটি স্বেচ্ছায় রক্তদান সংস্থার কাছ শুনতে পেরে তিনি ওই নারীকে রক্ত দিতে শহরের স্টেশন রোডস্থ হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারে ছুটে এসে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দেন ওই নারীকে। একজন রোগীর জীবন বাঁচাতে নিজের রক্ত দান করে দৃষ্টান্ত দেখালেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়। একজন ওসি হয়ে শত ব্যস্থতার মধ্যেও রক্তশূন্য এক নারীকে রক্ত দিয়ে একজন পুলিশ অফিসারের এমন মানবতাবাদী দৃষ্টান্তের প্রশংসা করেছেন সবাই। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় বলেন,একজন প্রসূতি মায়ের জরুরি ভিত্তিতে এ পজেটিভ রক্তের প্রয়োজন ছিলো। স্বেচ্ছায় রক্তদান সংস্থার মাধ্যমে জানার পর আমি নিজেই রক্ত দিতে আগ্রহী হই। কারণ আমার রক্তও ‘এ পজিটিভ’। এর আগে বিভিন্ন কর্মস্থলে রক্ত দিয়েছেন বলেও জানান ওসি। একজন ওসির এমন মহান কাজে রক্তদানে মানুষ এগিয়ে আসবেন বলে অনেকেই মনে করেন।

শেয়ার করুন