চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাসন উপজেলার ঢালচর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় বাবা সেলিম মাঝির লাশ উদ্ধার হয়েছে। মূলত, ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়ায় তার এ করুণ পরিণতি হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জেলেরা মেঘনা নদী থেকে সেলিম মাঝির লাশ উদ্ধার করে। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইয়েদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন সেলিম মাঝির ছেলে মিরাজ হোসেন। তার মৃত্যুরও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, গতকাল রাতে সেলিম মাঝি ও তার ৯ বছর বয়সী ছেলে মিরাজ হোসেন ঢালচর ইউনিয়নের বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যায়। নদী থেকে জাল টানতে গিয়ে অসাবধানতাবশত মিরাজ নদীতে পড়ে যায়। তখন ছেলেকে বাঁচাতে বাবাও নদীতে ঝাঁপ দেন। তবে বাবার শরীর নদীতে থাকা জালের সঙ্গে পেঁচিয়ে যায়। এ কারণে তিনি নৌকায় উঠতে পারেননি। আজ বিকেলে স্থানীয় অন্য জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে দেখেন সেলিম মাঝির নৌকাটি নদীতে ভাসছে। নৌকাতে কেউ নেই। একপর্যায়ে দেখা যায় যে নদীতে ফেলে রাখা জালের সঙ্গে সেলিম মাঝির লাশ পেঁচানো। ওসি মো. সাইয়েদ হোসেন জানান, সেলিম মাঝির নৌকাটি একটি ছোট ডিঙি নৌকা। তারা বাবা-ছেলে নৌকাটি নিয়ে নিয়মিত মাছ ধরত। ছেলে নদীতে পড়ে যাওয়ায় বাবা ছেলেকে বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েন। এ কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। বাবা সেলিম মাঝির লাশ উদ্ধার হলেও এখনও ছেলের লাশ পাওয়া যায়নি।