পরোয়ানাভুক্ত আসামিকে ঢাকা থেকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ


ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজার: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২টি সাজা পরোয়ানা সহ মোট ৪টি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থাসার এএসআই আরিফুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২টি সাজাসহ ৪টি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. খোরশেদ আলমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মো. খোরশেদ আলম শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের আলতাফুর রহমানের ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, মো. খোরশেদ আলমের বিরুদ্ধে সিআর-১৯৮/২১ মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৫হাজার টাকার অর্থদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানা ও সিআর-১৩৫/১৬ (শ্রী:) মামলায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ) টাকা অর্থদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানা এবং, সিআর-৪৮৮/২০ মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ সিআর-১৬৬/১৬ মামলায় গ্রেফতারী পরোয়ানাসহ মোট ৪টি পরোয়ানা মুলতবী আছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন