শ্রীমঙ্গলে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্ত এর ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কনফারেন্স হল রোমে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন এর সভাপতিত্বে ও যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক সৈয়দ সালাউদ্দিন এর পরিচালনায় স্বজন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে যুগান্তর এগিয়ে গিয়েছে বহুদূর। আপোষহীন সংবাদ প্রকাশে ও আলাদা বৈশিষ্ট্যের কারণে যুগান্তর পাঠকের মনে আলাদা স্থান দখল করে নিয়েছে।
এসময় বক্তারা যুগান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্বের নায়ক যুগান্তরের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে অতিথিরা কেক কেটে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন করেন।
শেয়ার করুন