মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ীর ঝিকড়া (দলুয়া) গ্রাম থেকে উল্লেখিত মাদকদ্রব্য সহ ২ জনকে গ্রেফতার করে। বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, থানা পুলিশের একটি চৌকস টিম বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিকড়া (দলুয়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মোঃ হারুন অর রশিদ (৪০) এর বাড়ি থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই গ্রামের মোঃ শামসুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত আরেক ব্যবসায়ি ওই গ্রামের মোঃ সামসুদ্দিনের ছেলে মোঃ আবু সাঈদ (২৪) কেও গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।