উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে শিবগঞ্জে গণসংবর্ধনা দিয়েছেন ম্যাংগো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। ম্যাংগো ফাউন্ডেশনের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক আহসান হাবিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। প্রসঙ্গত, সীমান্তঘেঁষা ভোলাহাট উপজেলার মুসরিভূজা গ্রামের বাসিন্দা জিয়াউল হক (৯১)। পেশায় তিনি একজন সাধারণ দই বিক্রেতা হলেও তার নেশা সমাজসেবা। দই বিক্রির টাকায় তিনি তৈরি করেছেন লাইব্রেরি। এছাড়া স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়াসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দেন জিয়াউল হক। তাই তাকে সবাই চেনে সাদা মনের মানুষ হিসেবে। সম্প্রতি ঢাকায় তার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।