মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের ইজরাপাড়া এলাকায় এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে মিনার মিয়া (৬২) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত মিনার মিয়ার হেফাজত থেকে ১৭০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। মিনার মিয়া পূর্ব কাগাবালা এলাকার জইন উদ্দিনের ছেলে।
ডিবি এসআই তোফাজ্জল হোসেন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

 

শেয়ার করুন