লাউয়াছড়া উদ্যানে জিপ উল্টে নৃত্য শিল্পীসহ আহত ৭

মৌলভীবাজার প্রতিনিধি
ভ্রমন শেষে শ্রীমঙ্গল শহরে ফিরার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি পর্যটকবাহী জিপ উল্টে কুমিল্লার নৃত্য শিল্পীসহ সাতজন আহত হয়েছেন। শসিবার সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত হলেন তোফায়েল আহম্মেদ (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬) সঞ্চিতা রায় (৪০), চিকিৎসক দীপিকা বণিক (৪০), মিতা সাহা (৪২), মিলন সরকার (৪০) । তাঁরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের শিল্পী ও তাঁদের অভিভাবক। তাঁরা শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে আয়োজনে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল ২০২৪ নৃত্য উৎসবে অংশ নিতে এখানে এসেছেন। শুক্রবার অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার সকালে তারা বেড়িয়ে পড়েন ভ্রমনে। তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানান, আমাদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে তাঁরা অংশ নিতে তারা এসেছিলেন। শুক্রবার তাঁরা নৃত্য পরিবেশন করেছেন। আজও তাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার জন্য আজ তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। আহতদের সদও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন