তানজিল হোসেন, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাটে কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলা হলরুমে চলে বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা , একাডেমিক সুপারভাইজার, উচ্চ বিদয়ালয়ের ক্রীড়া শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব। পরে বিকেল ৩টায় হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক। এ সময় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সভায় উপজেলার ৯টি ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক ও জেন্ডার প্রমোটারগণ, প্রশিক্ষক রহমত উল্লাহ, মা ও শিশু সহায়তা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।