নতুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করল যুবলীগের নেতা সবুজ
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা-১৯(সাভার-আশুলিয়া ) আসনে নবনির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলামকেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ। নতুন এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকা সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ এর অফিসে প্রথম বারের মতো আসলে সাভার থানা যুবলীগের পক্ষ থেকে এর বিভিন্ন যুবলীগের নেতারা তাকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা কোনদিন ভুলবো না। আমি যে ভালোবাসা পেয়েছি ধন্যবাদ দিয়ে শেষ করব না। ভালোবাসার প্রতিদান আমি ভালোবাসা দিয়েই দেব। সাভারে আমার নির্বাচনী এলাকা, আমার জন্মভূমি। তিনি বলেন, আমাকে আপনাদের শরীরের ঘাম,পরিশ্রমের অর্থ দিয়ে জয়ী করেছেন। আমি আপনাদের এই ভালোবাসার কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। আমি সাভার থানা প্রতিটি ইউনিয়নে সকলের সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। শুধু মুখের কথায় নয়, জনগণের কাছে প্রতি এক মাস অন্তর, প্রতিটি কাজের জবাবদিহিতা দেব। তিনি আরও বলেন, আমি কোন প্রতিশ্রুতি দেইনি। আমি বলেছি, বাবা-মা তার একমাত্র সন্তানকে যেভাবে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে ও সাজায় আমিও সাভার ও আশুলিয়া কে ঠিক নিজের একমাত্র সন্তানের মত করে সাজাব।