শ্রীমঙ্গলে আন্ন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীতে সচেতন নাগরিক কমিটি (সনাক),টিআইবি অংশগ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিএমএর সভাপতি ডা. হরিপদ রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, শিক্ষক জহর তরপদার, পৌর আওয়ামী লীগ নেতা তহিরুল ইসলাম মিলন। এছাড়াও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন