নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাজী আলাবকস আহম্মদ হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কুরআন মুখস্ত করায় এক হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) দুপুরে হাজী আলাবকস আহম্মদ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে কুরআনে হাফেজের মর্যাদাপূর্ণ পাগড়ি পরিয়ে দেন ইমাম ও খতিব মাওলানা মুফতী আব্দুল মজিদ।
আলাবকস্ আহম্মদ জামে মসজিদ আয়োজিত পাগড়ি প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন নতুন হাফেজ এর পিতা মাওলানা ফজলুর রহমান, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাদ্বিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মাহবুব রহমান ছালেহ, কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সাংবাদিক মো. মামুন আহম্মেদ, আমেরিকা প্রবাসী আলাবকস্ আহম্মদ, জামে মসজিদের মোতওয়াল্লী হাজী মনসুর এলাহি মিমন, হাজী ইকবাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন, মো. বদরুল আলম শিপলু প্রমুখ।
মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মোতালিব জানান, এই মহতী অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা থেকে ছুটে আসেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব লুতফে এলাহী মাহবুব।
তিনি আরও জানান. এই মাদ্রাসা থেকে প্রতিষ্টিত নতুন এই কুরআনে হাফেজ প্রথম বারের মতো পবিত্র রমজান মাস জুড়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুত সমিতির শ্রীমঙ্গলস্থ কার্যালয়ের মসজিদে মুসল্লীদের খতমে তারাবির নামাজ পড়াবেন।
হাফেজকে পাগড়ি প্রদানের পাশাপাশি নতুন জামা ও কিছু নগদ অর্থ তোলে দেন হাজী মনসুর এলাহি মিমন।