সবজিতে ভরপুর শ্রীমঙ্গলের সবজি বাজার, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে টমেটু, গাজর, বেগুন শসা, কাঁচা মরিচসহ কিছু সবজির আলাদা চাহিদা থাকে। ইফতার আইটেমের এসব সবজিসহ বিভিন্ন সবজিতে বাজার ভরপুর থাকলেও দাম বেড়েছে সব ধরণের সবজির। ক্রেতারা বলছেন, গত দুইদিন আগেও সব ধরণের সবজির দাম অনেকটা কম ছিল। মঙ্গলবার থেকে রোজা শুরু হওয়াতে হঠাৎ করে ১০ থেকে ২০টাকা পর্যন্ত কেজিতে বেড়ে গেছে সব ধরণের সবজির দাম।
সোমবার (১১ মার্চ) সকালে সরেজমিনে শ্রীমঙ্গলের সবজির বাজার ঘুরে দেখা যায়, সব ধরণের সবজির সর্বরাহ রয়েছে বাজারে। দাম বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে, ৪০/৫০টাকা কেজি, মুলা ৩০ টাকা, টমেটো ৪০/৫০ টাকা, গাজর ৩০/৩৫ বেগুন ৫০/৬০, শসা ৫০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা, লাউ প্রতি পিস ৫০/৭০, লেবু প্রতি হালি ২০/৪০, সজনে ১৮০, বরবটি ৫০, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০টাকা করে।
একাধিক ক্রেতারা জানান, এসব সবজির দাম গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ২০টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে। রোজা আসতেই সব ধরণের সবজির দাম বেড়ে গেছে।
দাম বাড়তির কথা স্বীকার করে পাইকারী সবজি বিক্রেতা খালেদ জানান, প্রতিটি সবজির দাম কেজিতে অন্তত ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শীতকালীন সবজি শেষ হয়ে যাওয়া এবং অনেক সবজির ক্ষেতে ধান লাগানোর কারণে সবজির সর্বরাহ কমে এসেছে। যার ফলে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ভোক্তাদের দাবি, সবজি বাজারসহ সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষনের তদারকি অভিযানের।

 

শেয়ার করুন