নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজার জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টায় জেলা মাদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর তত্বাবধানে ও পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে পোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জেলার বড়লেখার গোবিন্দপুর গ্রাম থেকে ১০০ বোতল ভারতয়ি মদসহ রাখাল রবি দাস (৫০) কে আটক করা হয়। আটককৃত রাখাল রবি দাস বড়লেখা উপজেলার পোবিন্দপুর গ্রামের মৃত নগেন্দ্র কুমার দাস এর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় বড়লেখা থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিদেশি মদসহ আটক ১
শেয়ার করুন