ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

। ঠাকুরগাঁওয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ দুলালী বেগম (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। সোমবার সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহান বাদী হয়ে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায় ওই দিন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি টিম রোড বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়া গ্রামের জনৈক মোঃনুর আলম (২৮) এর বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরক্ষনেই সদর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চা বাউয়ের স্ত্রী মোছা: দুলালী বেগমকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মামলায় দুলালী বেগমকে ১ ও তার স্বামী নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চাকে ২নং আসামী করা হয়। ছোট বাবু ওই গ্রামের মোঃআব্দুর রহিমের ছেলে। মঙ্গলবার দুলালী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

শেয়ার করুন