মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে পুকরের পানিতে পরে রাজু (১২) ও কাউসার আলী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। নিহত রাজু চন্ডিপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। কাউসার একই গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, কাউসার ও তার ভাই নাঈম বাড়ির পাশে পুকুর পাড়ে বড়ই পারতে যায়। এ সময় অসাবধানতাবসত পুকুরে পরে যায় কাউসার। পরে নাঈম তার চাচাত ভাই কাউসার কে ডেকে নিয়ে আসে। কাউসার রাজুকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর পুকুরের পানির ভেতর থেকে তাদের দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ জাতীয় ঘটনা খুবই দুঃখজনক।