বিকাশ দাশ বাপ্পন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সংগঠন শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৪ মার্চ সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টের হল রুমে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে দাশ সুমনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তাহের। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন, ডাঃ আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শহিদুল হক, সাংবাদিক এম এ হামিদ, শিমুল তরফদার, সালাউদ্দিন শুভ, ল্যাব এইড ফার্মার মোঃ নজরুল শেখ, মোঃ জামাল মুশরাফিয়া প্রমুখ।