নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্ব উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থীর মধ্যে ৩৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেদ্র পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
শেষে আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।
পরীক্ষা কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি এআইজি (এনসিবি) আলী হায়দার চৌধুরী বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সাঈদ, সুনামগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) আবির শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ নিয়োগ প্রক্রিয়ার বিভিন্নে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।