মৌলভীবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বিএমএ শ্রীমঙ্গল এর সভাপতি সিনিয়র ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী ও ডা: নিবাস পাল প্রমূখ।
এ ছাড়াও সভায় শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিনসহ উপজেলা পরিবার কল্যাণ সহকারীসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ৬টি এফ ডাবøুউ সি থাকলেও ডেলিভারী হয় মাত্র একটিতে। তাও মাসে এক বা দুটি। বক্তারা আরও বলেন, লোকবল ও কিছু অবকাঠামো সংকটে তা করা সম্ভব হচ্ছেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আর্কশন করেন পরিবার কল্যাণ সহকারীরা।